কাটোয়া : ছটপুজো উপলক্ষে ভোর থেকেই পূর্ব বর্ধমানের কাটোয়ার ভাগীরথীর ঘাটগুলোতে পুণ্যার্থীদের ভিড়। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো থাকা সত্ত্বেও পুজোর সকালে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভাগীরথীর জলে ডুব দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই ভাই। এই ঘটনায় উৎসবের আমেজ যেন ফিকে হয়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাটি ঘটে কাটোয়ার দেবরাজ ঘাটে।
নিখোঁজ যুবকদের নাম শিবম সাউ ও সুজন সাউ,বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায়। পরিবারের সকলের সঙ্গে গঙ্গায় ডুব দিতে গিয়ে নিখোঁজ হন ওই দুই যুবক। ঘটনার খবর পাওয়ামাত্রই তাঁদের খোঁজ শুরু হয়েছে। কাটোয়া মহকুমা শাসক করণের বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়েছে নিখোঁজের খোঁজে।।

