কালনা : গত কয়েকদিন আগেই কালনার বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে হাজির হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও কালনা বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করেন। আর তারই প্রতিবাদে কালনার পুরশ্রী মঞ্চে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে কালনা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় তিনি বলেন, আমি দেখছি আমাদের দলে অনেক কালিদাস রয়েছেন, কালিদাস বলতে সেই কালিদাস, যিনি গাছের ডালে বসেই ডাল কাটছিলেন, সেই সময় মা সরস্বতী বিদ্যার দেবী তাকে বিদ্যা দেওয়ার পর তিনি মহা পন্ডিত হয়েছিলেন। আমি জানি না আমাদের এই কালিদাসরা কবে মহা পন্ডিত হবেন, আমি দেখছি ফেসবুকে একজন আর একজনকে ছোট করার জন্য, খাটো করার জন্য লড়ছেন, আমি বলতে চাই ভাই ফেসবুক কাউকে নেতা বানাতে পারে না, তোমার কর্মই তোমাকে নেতা বানাবে। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

