Friday, December 26, 2025
Homeখবরজ্যেঠুকে বাবা বানিয়ে ভোটার কার্ড! একই ব্যক্তির দুটি নাম ভোটার তালিকায়, চাঞ্চল্য...

জ্যেঠুকে বাবা বানিয়ে ভোটার কার্ড! একই ব্যক্তির দুটি নাম ভোটার তালিকায়, চাঞ্চল্য বর্ধমানে

পূর্ব বর্ধমান : জ্যেঠুকে বাবা বানিয়ে ভোটার কার্ড! পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে উঠেছে চাঞ্চল্য। অভিযোগ, একই ব্যক্তির দুটি ভোটার কার্ড একটিতে নিজের জ্যেঠুর নাম পিতার স্থানে, অন্যটিতে আসল বাবার নাম।


জানা গেছে, শ্বাসপুর রামকৃষ্ণপল্লীর বাসিন্দা ও বিজেপি সদস্য গোপাল বাড়ৈ-এর নামে দুটি ভোটার কার্ড রয়েছে। একটি কার্ডে তিনি নিজের জ্যেঠু দুলাল বাড়ৈ-কে পিতা হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীকালে তিনি আরও একটি ভোটার কার্ড তৈরি করেন, যেখানে পিতা হিসেবে উল্লেখ আছে অনিল বাড়ৈ, যিনি তাঁর প্রকৃত পিতা।


ফলে ভোটার তালিকায় একই ব্যক্তির দুটি নাম দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের প্রশ্ন, কীভাবে জ্যেঠুর নাম দিয়ে একবার ও নিজের পিতার নাম দিয়ে আরেকবার ভোটার কার্ড তৈরি সম্ভব হল? নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়ায় এমন গলদ কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।


এ বিষয়ে গোপাল বাড়ৈ বলেন, “এসআইআর প্রক্রিয়ায় একটি নাম বাতিল হয়ে যাবে। যখন প্রথম কার্ডটি হয়েছে, তখন সংশোধনের জন্য নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল।”


অন্যদিকে, সাতগেছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি বিডিও-কে জানানো হবে।” ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশাসনিক স্তরে তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments