Friday, December 26, 2025
Homeখবরমঙ্গলকোটে এসটিএফ-এর জালে দুই মহিলা

মঙ্গলকোটে এসটিএফ-এর জালে দুই মহিলা

গণবন্ধু : যাত্রী সেজে দুই মহিলা কান্দি-কলকাতা রুটের সরকারি বাসে উঠেছিল৷ তাদের কাছে ছিল বেশ কয়েকটি কাপড়ের ব্যাগ৷ দেখলে মনে হবে তারা কোনও আত্মীয়ের বাড়ি যাবে৷ মঙ্গলকোটের নতুনহাটে বাস থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ এসটিএফ-এর৷ ব্যাগের মধ্যে জামা কাপড়ের মধ্যেই ছিল ৫৫ কেজি গাঁজা। ওড়িশার গাঁজা নবদ্বীপ হয়ে ঢুকছিল মঙ্গলকোটে৷ সোমবার সন্ধ্যায় এসটিএফ দুই মহিলা পাচারকারীকে হাতে নাতে ধরে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৫ কেজি গাঁজা৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদু বিবি ওরফে কাদু ও জোৎস্না বিবি৷ আদু বিবির বাড়ি পূর্বস্থলীর বেলেরহল্ট এলাকায়৷ আর জোৎস্না বিবির বাড়ি নবদ্বীপের মৈসুরা মোল্লা পাড়ায়। মঙ্গলবার ধৃতদের মাদক সংক্রান্ত বিষয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়৷

জানা গিয়েছে, রাজ্য পুলিশের এসটিএফ-এর কাছে আগে ভাগেই খবর মিলেছিল৷ তারা রীতিমতো মঙ্গলকোটের নতুনহাটে ওঁত পেতে বসেছিল। কান্দি-কলকাতা এসবিএসটিসি বাস আসতেই এসটিএফ-এর গোয়েন্দারা মঙ্গলকোট থানার মহিলা পুলিশকে নিয়ে তল্লাশি চালায়। তাদের বাস থেকে নামিয়ে ব্যাগ পরীক্ষা করা হয়৷ সেখানেই মেলে বিপুল পরিমানে গাঁজা৷ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধৃত দুই মহিলা পুলিশের কাছে স্বীকার করে তারা নতুনহাটেই কোনও কারবারিকে সাপ্লাই দিত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments