পূর্ব বর্ধমান : “বাংলায় যে ৩৪ বছর সিপিএম সরকার ছিল, তার তুলনায় আমাদের ১৫ বছরের সরকারে যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। মানুষ তা দেখছে। এর জবাব মানুষ ২০২৬ সালের নির্বাচনে ব্যালোটের মাধ্যমে দেবে”, এমনই মন্তব্য করলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক।
বুধবার পথশ্রী-রাস্তাশ্রী ৪ প্রকল্পের আওতায় বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের বাম বটতলা থেকে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
বিধায়ক নিশীথ কুমার মালিক আরও বলেন, “যে সমস্ত বড় রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল, সেগুলিকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি কিংবা ডব্লুবিএসআরডিএ (WBSRDA)-র মাধ্যমে পাঠানো হয়েছিল। সেই কাজগুলি ধাপে ধাপে শুরু হয়েছে। আর অলিতে-গলিতে ‘উন্নয়নের পাঁচালী’ প্রচারের ট্যাবলো ঘুরছে। ইতিমধ্যে বহু জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে আবার কোথাও প্রায় শেষের পথে, ফলে সাধারণ মানুষ খুশি।”
পাশাপাশি, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “এই রাস্তার কাজ সবাই নজরে রাখবেন। কোথাও কোনও সমস্যা দেখা দিলে আমাকে বা বিধায়ককে জানাবেন। সমস্যা হলে দ্রুত তার সমাধানে আমরা সচেষ্ট থাকব।”
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই ঢালাই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে।

